Site icon Jamuna Television

গাজীপুরে স্কুলছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ, গাড়ি ভাংচুর

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র হযরত ওমরকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার প্রতিবাদে শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেন ছাত্র ছাত্রীরা।

এসময় ছাত্র ছাত্রীরা প্রায় আধা ঘন্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর-নবীনগর সড়কে অবরোধ করে রাখেন। এসময় তারা সড়কে থাকা কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলে যানচলাচল স্বাভাবিক হয়।

ওই ছাত্র ছাত্রীদের দাবী গত বৃহস্পতিরবার দুপুরে হয়রত ওমর আলীকে বাস থেকে ধাক্কা দিয়ে যারা নিহত করেছেন তাদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে।

Exit mobile version