Site icon Jamuna Television

বাগেরহাটে চালককে হত্যা করে মটর সাইকেল ছিনতাই

স্টাফ রিপোর্টার, মাদারীপুরঃ

বাগেরহাট জেলার মোল্লারহাট ব্রিজ এলাকায় এক ব্যক্তিকে হত্যা করে তার মোটর সাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা।

নিহত আবুল মোল্লা (৪৮) মাদারীপুরের রাজৈর পৌর এলাকার নয়াকান্দি গ্রামের জানু মোল্লার ছেলে।

শুক্রবার বাগেরহাট জেলার মোল্লারহাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আবুল ভাড়ায় মটর সাইকেল চালাতো। তিনি শুক্রবার সন্ধ্য়ায় টেকেরহাট বাসস্ট্যান্ড থেকে দুই যাত্রী নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেয়।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, আবুল মোল্লা মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট থেকে দুই যাত্রী নিয়ে মোল্লারহাট ব্রিজ এলাকায় পৌছলে যাত্রীবেশি ২ দৃর্বৃত্ত তাকে উপর্যপরি ছুরিকাঘাত করে তার মাটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এবং তার বাড়িতে খবর দেয়। পরে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।

তিনি তার পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তি ।তার সংসারে দুটি কন্যা সন্তান মা ও স্ত্রী রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ভাড়ায় চালিত চালকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এব্যাপারে রাজৈর থানার এস,আই জহিরুল ইসলাম, জানান আমরা খবর পেয়ে নিহতের বাড়িতে এসে তার লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।

Exit mobile version