Site icon Jamuna Television

কসবা সীমান্তে অবস্থান নিয়েছে ৩১ রোহিঙ্গা

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে নারী-শিশুসহ ৩১ রোহিঙ্গা।

বিজিবি জানিয়েছে, ভারত থেকে মিয়ানমারে প্রত্যাবাসনের ভয়ে শুক্রবার রাত থেকে শূণ্য রেখায় অবস্থান নেয় তারা। চেষ্টা করছে বাংলাদেশে অনুপ্রবেশের। তাদেরকে পুশব্যাকও করা হয়েছে। বিএসএফের সাথে পতাকা বৈঠকের পর রোহিঙ্গাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

ভারত থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ৩১ রোহিঙ্গার মধ্যে ৬ জন নারী ও ৮ জন পুরুষ। আছে ১৭ শিশু।

Exit mobile version