Site icon Jamuna Television

হলি আর্টিজান হামলার পলাতক আসামি রিপন গ্রেফতার

হলি আর্টিজান হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. মামুনুর রশিদ ওরফে রিপনকে গ্রেফতার করেছে Rab। রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে দেড় লাখ উদ্ধার করা হয়। জঙ্গি রিপন রেজাউল করিম ওরফে রেজা নামেও পরিচিত। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হলি আর্টিজানে জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী ছিল বলে র‍্যাবের কাছে স্বীকার করেছে বলে দাবী করেছেন কর্মকর্তারা।

এছাড়াও উত্তরবঙ্গে বেশ কয়েকটি হামলায়ও সক্রিয়ভাবে অংশগ্রহনের কথা জানায় রিপন। এ মামলায় মোট ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। এদের মধ্যে ৮ জন জীবিত, যাদের ৬ জনকেই আগে গ্রেফতার করা হয়। রিপন ও খালিদ নামে দু’জন পলাতক ছিলো। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

Exit mobile version