Site icon Jamuna Television

নিজ দলে চাপে আছেন মির্জা ফখরুল: ওবায়দুল কাদের

নিজ দলে চাপে আছেন বলেই বিএনপি মহাসচিব সরকারবিরোধী কথা বেশি বলছেন বলে মন্তব্য করেছেন, ওবায়দুল কাদের। সকালে সেতু ভবনে মন্ত্রণালয়ের সমন্বয় সভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের বিষয়টি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মনে রেখে কাজ করার নির্দেশ দেন তিনি। বলেন, মেগা প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের মধ্যে স্বচ্ছতা থাকা জরুরি।

ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৬৩ শতাংশ সম্পন্ন হয়েছে। কর্ণফুলীর টানেলের অগ্রগতি ৩০ শতাংশ শেষ হয়েছে, ২০২২ সালে সম্পূর্ণ কাজ শেষ হবে। পদ্মায় ৬টি স্প্যান বসানো হয়েছে ইতোমধ্যে, জানুয়ারীর শেষে জাজিরা প্রান্তে আরও একটি স্প্যান বসানো হবে বলে জানান ওবায়দুল কাদের।

Exit mobile version