Site icon Jamuna Television

গণতন্ত্র হত্যার উৎসব করেছে আওয়ামী লীগ: রিজভী

সোহরাওয়ার্দী উদ্যানে গণতন্ত্র হত্যার উৎসব করেছে আওয়ামী লীগ। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য জনগণের সাথে নিষ্ঠুর রসিকতা ছাড়া কিছুই নয়। এমন অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, জনগণের টাকায় ভোট কারচুপি আর জালিয়াতির উৎসব করেছে ক্ষমতাসীনরা। রিজভী আহমেদ অভিযোগ করেন, ভুয়া ভোটের মিথ্যা জয়ে পর, আওয়ামী লীগের নেতাকর্মীরা পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে। তার উদাহরণ নোয়াখালীর সুবর্ণচর ও কবিরহাটের ধর্ষণের ঘটনা। ভোটের পর বিভিন্ন বাহিনী সরকারের তাবেদারিতে ব্যস্ত থাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

Exit mobile version