Site icon Jamuna Television

মোবাইলে কথা বলতে বলতে চলে গেলেন ট্রেনের নিচে…

(ফাইল ছবি)

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে ট্রেনেরে নিচে কাটা পড়ে ফিরোজ আহমেদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার অদূরে মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফিরোজ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনীনগর গ্রামের দুলাল সরদারের ছেলে।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মোবাইল কানে নিয়ে গঙ্গাপ্রসাদপুর এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হাঁটাহাটি করছিলেন ফিরোজ। এসময় রাজবাড়ী রেল স্টেশন থেকে পোড়াদহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল ট্রেনটি ওই স্থানে গেলে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

মৃতের পরিবারের লোকজন মরদেহ ময়নাতদন্ত ছাড়া নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত না করেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version