Site icon Jamuna Television

পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেনে চড়তে জাতীয় পরিচয়পত্র লাগবে: রেলমন্ত্রী

কালোবাজারি বন্ধে পর্যায়ক্রমে আন্তঃনগর সব ট্রেনের টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।  সকালে রেলভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা জানান মন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে সোনারবাংলা এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা কার্যকর রয়েছে। এটা সফল হলে তা দেখে অন্য ট্রেনের ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

মন্ত্রী আরও বলেন, অভিযোগ ছাড়া সাধারণ মানুষের কাছে রেলের সেবা পৌঁছে দেয়াই এখন প্রধান চ্যালেঞ্জ। তাই রেলকে তথ্য-প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান রেলমন্ত্রী।

Exit mobile version