Site icon Jamuna Television

যৌন হয়রানির জন্য ক্ষমা চাইলেন সিনিয়র বুশ

যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে মার্কিন অভিনেত্রী হিদার লিন্ডে’র কাছে ক্ষমা চেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। যৌন হয়রানির ঘটনাটি ঘটে চার বছর আগে, হিদার লিন্ডের একটি শো’র স্ক্রিনিংয়ের সময়।

ডেইলি মেইলের রিপোর্টে জানা যায়, উল্লেখিত ঐ অনুষ্ঠানে ৮৯ বছর বয়সী সিনিয়র বুশের সাথে ছবির পোজ দিতে হয়েছিল লিন্ডকে, আর তখনই বুশ তাকে যৌন হয়রানি করেছেন।

গত মঙ্গলবার লিন্ড ইন্সটাগ্রামে লিখেছেন, হুইলচেয়ারে বসা সিনিয়র বুশ লিন্ডকে পেছন থেকে স্পর্শ করেন। তখন বারবারা বুশও পাশেই ছিলেন। তখন নোংরা কথা বলে আবারও লিন্ডকে স্পর্শ করেন। সিনিয়র বুশের স্ত্রী চোখ পাকিয়ে তাকান তার স্বামীর দিকে, যার অর্থ ‘আর যেন এমন না হয়।’

ইন্সটাগ্রামে পোস্টতিতে লিন্ড আরও লিখেছেন, একজন নিরাপত্তাকর্মী তাকে বুশের পাশে ছবি তোলার জন্য দাঁড়াতে মানা করেন।

সিনিয়র বুশের এক প্রতিনিধি জানায়, হয়তো সাবেক প্রেসিডেন্ট ঠাট্টার ছলে এমনটা করেছেন। তিনি কখনই, কোনো অবস্থাতেই ইছাকৃতভাবে কাউকে এমন অসম্মান করবেন এটা সম্ভব নয়। যদি এমন ঠাট্টা-তামাশায় লিন্ড বিব্রত হয়ে থাকে তাহলে তার কাছে তিনি ক্ষমাপ্রার্থী।

যমুনা অনলাইন: আরএএম

Exit mobile version