Site icon Jamuna Television

পুলিশ সেজে কলেজছাত্রীর পরিবারকে ‘গ্রেফতারের’ চেষ্টা, বখাটে আটক

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে শনিবার রাতে ভুয়া পুলিশ অফিসার রিপন হোসেন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত রিপন গাংনী উপজেলার হোগল বাড়িয়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে। বিষয়টি আজ রবিবার দুপুরে গাংনী থানা পুলিশ নিশ্চিত করে।

গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, রিপন হোসেন হোগল বাড়িয়া গ্রামের এক কলেজ ছাত্রীকে নানা ভাবে উত্ত্যক্ত করতো। গত শুক্রবার রাতে আনছার বাহিনীর পোশাক পরে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ছাত্রীর পরিবারের লোকজনকে গ্রেফতারের চেষ্টা করে। এসময় স্থানীয়রা রিপনকে চিনতে পেরে আটক করলেও রিপনের পরিবারের লোকজন জোর পূর্বক ছাড়িয়ে নিয়ে যায়।

এব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করলে রিপনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version