Site icon Jamuna Television

নাটোরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন, স্বামী আব্দুল খালেক (৪৫), স্ত্রী সোনিয়া বেগম (৩০) ও ছেলে তাসিফ আহমেদ (১০)। রবিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ী রাজশাহীর আড়ানী গ্রামে।

বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার ও এলাকাবাসী জানান, রাজশাহী আড়ানী থেকে নাটোরের বাগাতিপাড়ার জামনগর গ্রামে আব্দুল খালেক (৪৫) স্ত্রী সোনিয়া বেগম (৩০) ও ছেলে তাসিফ আহমেদ (১০) কে নিয়ে এক আত্মীয়ের বিয়ে বাড়িতে এসেছিলো। বিয়ের অনুষ্ঠান শেষে মোটর সাইকেল যোগে তারা আড়ানীতে নিজ বাড়িতে ফিরছিল। পথে বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামে বিপরীতমুখী বালু বোঝায় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ তিনটি উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।

Exit mobile version