Site icon Jamuna Television

জামিনে মুক্ত খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম। রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রোখসানা পারভীনের আদালত তার জামিন মঞ্জুর করে।

সাংবাদিক নুরুল আজমের জামিনে মুক্তি পাওয়ার পর জেল গেইটে খাগড়াছড়ি সাংবাদিক নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

গত ১৪ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ -এর মামলায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাংবাদিক নুরুল আজমকে গ্রেফতার করে পুলিশ। পরে একই বিকেলে তাকে আদালতে হাজির করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেজুতি জান্নাত পরবর্তী শুনানির দিন ধার্য করে সাংবাদিক নুরুল আজমকে হাজতে প্রেরণ করেন।

এর আগে ১৪ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় এক স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি ভাইরাল করার অভিযোগ এনে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন ঐ শিক্ষিকা। মামলার অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯, ৩১ ধারায় সাংবাদিক নুরুল আযমকে গ্রেফতার করা হয়।

Exit mobile version