Site icon Jamuna Television

নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব

নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।
ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পেয়ে আগামী ২৬ জানুয়ারি থেকে তিনি নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

আজ রবিবার প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নৌপ্রধান হিসেবে নিয়োগের কথা জানানো হয়। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান
ভাইস অ্যাডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব এর আগে কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আগামী ২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত (এক বছর ছয় মাস) রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেবকে নৌবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিন আরেক প্রজ্ঞাপনে ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিনের অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হয়।

Exit mobile version