Site icon Jamuna Television

রুপার হত্যাকারীদের বিচার শুরু

চার্জশিট গ্রহণের মধ্য দিয়ে টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজের ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল মান্নান এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

গ্রেফতারের পর এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর, হেলপার শামীম, আকরাম, জাহাঙ্গীর এবং সুপারভাইজার সফর আলীকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে আসামিদের করা জামিন আবেদন নামঞ্জুর করে ১৩ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপাকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা ধর্ষণ করে এবং হত্যার পর মৃতদেহ রাস্তায় ফেলে যায়।

Exit mobile version