Site icon Jamuna Television

নতুন এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি ৩১ জানুয়ারি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানির জন্য ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এর আগে রোববার এমপিদের শপথের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা রিট নতুন করে আবেদনের জন্য অনুমতি দিয়েছিলেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।

হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য ঠিক করা হয়েছিল। একই সঙ্গে রিট আবেদনটির ওপর আজ সোমবার শুনানির দিন নির্ধারণ করা হয়েছিল।

এর আগে বৃহস্পতিবার রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত।

৮ জানুয়ারি সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ না ভেঙে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের নেয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ দেয়া হয়।

সুপ্রিমকোর্টের আইনজীবী মো. তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে নোটিশটি পাঠান মাহবুব উদ্দিন খোকন।

নোটিশে বলা হয়, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে- সংসদ ভেঙে দিয়ে পুনরায় এমপিদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু সে অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থী।

কিন্তু সেই নোটিশের কোনো জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট করা হয়।

Exit mobile version