Site icon Jamuna Television

মাগুরায় ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত

মাগুরা প্রতিনিধি:

মাগুরা-হাজিপুর সড়কের নলদাহ এলাকায় ট্রাকের চাপায় তমাল বিশ্বাস (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

নিহত তমাল বিশ্বাস হাজিপুর কলেজের ২০১৯ সালের এইচ এস সি পরীক্ষার্থী। মাগুরা সদরের আড়াইশত গ্রামের মৃত তনু বিশ্বাসের ছেলে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মটরসাইকেলে বাড়ী ফেরার পথে নলদাহ এলাকায় ইট বহনকারী একটি ট্রাক (বি-বাড়ীয়া, ট-৩৬৭) তমাল বিশ্বাসকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থালেই সে মারা যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন দেয়। পরে পুলিশ এবং দমকলকর্মীরা ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে ।

লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version