Site icon Jamuna Television

হামলায় আহত যমুনা টিভির সাংবাদিকদের দেখতে হাসপাতালে পুলিশ সুপার

বগুড়া ব্যুরো:

বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মালিকপক্ষের হামলায় আহত যমুনা টেলিভিশনের দুই সাংবাদিককে দেখতে হাসপাতালে গেছেন জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন যমুনা টেলিভিশনের রিপোর্টার এসএম জিয়া ও ক্যামেরাপারসন তানভীর মিজানকে দেখতে যান পুলিশ সুপার।

এসময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং হামলার বর্ণনা শোনেন। পরে তিনি বলেন, হামলায় জড়িত বাকি আসামীদের গ্রেফতার ও ঘটনার সময় আসামীদের প্রদর্শন করা অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার বগুড়ার রিয়েল লাইফ নামের ওই মাদকসক্তি নিরাময় কেন্দ্রের অনিয়ম ও অব্যবস্থাপনার সংবাদ সংগ্রহ করতে গেলে প্রতিষ্ঠানের মালিক নূর মোহাম্মদ নূরার নেতৃত্ব ১০/১২ জন যমুনা টেলিভিশনের অনুসন্ধানী দলের ওপর হামলা চালায়। তারা রিপোর্টার এসএম জিয়া ও ক্যামেরাপারসন তানভীর মিজানকে দেড় ঘন্টা আটকে রেখে নির্যাতন চালায় এবং মাথায় পিস্তল ঠেকিয়ে ক্যামেরা থেকে বেশ কিছু ফুটেজ মুছে ফেলতে বাধ্য করে। পরে পুলিশ সেখান থেকে তাদের উদ্ধার করে।

ওই ঘটনায় দায়ের করা মামলায় নূরাসহ ৩ আসামী বর্তমানে বগুড়া জেলা কারাগারে রয়েছে।

Exit mobile version