Site icon Jamuna Television

১০ জেলায় দুদকের অভিযান, কর্মস্থলে ২৩০ ডাক্তারের মধ্যে মাত্র ৯২ জন উপস্থিত!

দেশের ১০টি জেলার হাসপাতালগুলোতে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় হাসপাতালগুলোতে মাত্র ৪০ শতাংশ চিকিৎসককে উপস্থিত পাওয়া যায়।

সোমবার সকালে এ অভিযানের পর দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে ব্রিফিং করে এ কথা জানান সংস্থার মহাপরিচালক (ডিজি) মুনীর চৌধুরী।

তিনি জানান, ১০টি জেলায় হাসপাতালে দুদক অভিযান চালিয়েছে। এই হাসপাতালগুলোয় ২৩০ ডাক্তারের মধ্যে মাত্র ৯২ জন উপস্থিত ছিলেন। ৬০ শতাংশই অনুপস্থিত। তিনি আরও জানান, ঢাকার বাইরে অনুপস্থিতির এই হার ৬২ শতাংশ।

যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন দুদক ডিজি।

Exit mobile version