Site icon Jamuna Television

মানিকগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জঃ

পিআইবি’র (বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট) উদ্যোগে মানিকগঞ্জে সাংবাদিকদের জন্য শুরু হয়েছে নারী ও শিশু বিষয়ক এক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা।

আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন পিআইবির পরিচালক (প্রশাসন) ইলিয়াস ভুইয়া।

কর্মশালায় নারী ও শিশু বিষয়ক রিপোর্টিংএ দৃষ্টিভঙ্গির পরিবর্তন,লেখা,ভাষা ও শব্দের ব্যবহারসহ নানা বিষয়ে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ সহ পিআইবির প্রশিক্ষকরা ।

প্রশিক্ষণ কর্মশালায় মানিকগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

Exit mobile version