Site icon Jamuna Television

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ফুফা কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসেরপাড় এলাকায় ঘটনাটি ঘটে।

গত ১৪ জানুয়ারি ঘটনাটি ঘটলেও আজ সোমবার থানায় মামলা দায়েরের পর বিষয়টি জানাজানি হয়।

শিশুটির পরিবার জানায়, গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় শিশুটি তার সহপাঠী ও ফুফাতো ভাই’র সাথে তাদের বাড়িতে রাতে থাকার জন্য যায়। মধ্যরাতে শিশুটির ফুফা কুদরত মিয়া শিশুটিকে ঘুম থেকে তোলে ধর্ষণ করে। এ ঘটনা ঘটানোর সময় কুদরতের স্ত্রী বাড়িতে ছিলেন না। ধর্ষণের পর শিশুটিকে পাঁচশ টাকা হাতে দিয়ে কাউকে কিছু না বলার হুমকি দেয় কুদরত মিয়া।

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর থেকেই কুদরত মিয়া পলাতক রয়েছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.পলাশ রায় জানান, শিশুটিকে প্রয়োজনীয় সকল ধরণের মেডিকেল পরীক্ষা করা হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই আমরা সংশ্লিষ্ট থানায় তা প্রেরণ করবো।

মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, অভিযুক্ত কুদরত মিয়াকে গ্রেফতারে চেষ্টা চলছে। আশা করছি দ্রুত তাকে গ্রেফতার করতে পারবো।

Exit mobile version