Site icon Jamuna Television

একাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য নয়: মুজাহিদুল ইসলাম সেলিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য নয়, বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বিকালে জাতীয় প্রেসক্লাবে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, অন্ধকারের রাজনীতি দেশকে অন্ধকার অর্থনীতির দিকে ঠেলে দিচ্ছে। তাই সকল ব্যবসায়ি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাধারণ ভোক্তা ও কৃষকদের অধিকার নিশ্চিতের তাগিদ দেন মুজাহিদুল ইসলাম সেলিম।

সিপিবি নেতারা বলেন ভোটাধিকার কেড়ে নেওয়ার পর, এখন চালের দাম বৃদ্ধি করে ভাতের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে।

Exit mobile version