Site icon Jamuna Television

খাদ্যে নেশাদ্রব্য মিশিয়ে একই পরিবারের সাতজনকে অচেতন, টাকা চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে একই পরিবারের সাতজনকে অচেতন করে তিনলাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি ভাটা গ্রামে এই ঘটনা ঘটে।

বাড়ির মালিক মুসলিম আলি জানান, রবিবার রাতে লবনের সাথে কে বা কারা নেশাদ্রব্য মিশিয়ে দেয়। রাতে ওই লবন দিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পরলে সবাই অচেতন হয়ে যায়। এই সুযোগে তার বাড়িতে চোর ঢুকে প্রায় নগদ তিন লাখ টাকা চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে প্রতিবেশিরা বাসায় খোঁজ নিতে আসলে চুরির ঘটনা তারা অবগত হন।

পরে দুপুরে তিনি বাদে পরিবারের সকলে আলুভর্তা দিয়ে ভাত খেলে আবারো সবাই অজ্ঞান হয়ে যায়। প্রতিবেশিদের সহযোগিতায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: ফারহানা রহমান মিতু জানান, খাদ্যদ্রব্যের সাথে নেশাদ্রব্য মেশানো ছিলো। এই কারণে সকলে অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version