Site icon Jamuna Television

নতুন ব্রেক্সিট পরিকল্পনা উপস্থাপন করেছেন থেরেসা মে

যুক্তরাজ্যের পার্লামেন্টে সোমবার নতুন ব্রেক্সিট পরিকল্পনা উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

নতুন পরিকল্পনায় ইইউ থেকে আরও বেশি ছাড় আদায়ের প্রস্তাব দিয়েছেন তিনি। এমপিদের ভোটে ব্রেক্সিট চুক্তি বাতিল হয়ে যাওয়ার পর প্ল্যান বি-তে বেশ কিছু সংশোধন আনেন মে। ব্রেক্সিট অচলাবস্থার সবচেয়ে বড় কারণ, আয়ারল্যান্ড সীমান্ত নীতিতেও পরিবর্তন করেছেন তিনি। এ নিয়ে বিরোধী দল লেবার পার্টি নতুন কোনো আলোচনায় অংশ নিতে জানানোয় এবার নিজ দলের বিদ্রোহীদের সমর্থন আদায়ে চেষ্টা চালাচ্ছেন মে।

এদিকে চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ব্রিটেনে বসবাসরত ইইউ দেশগুলোর নাগরিকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে ব্রিটিশ সরকার। নির্দিষ্ট ফি-এর বিনিময়ে ২০২১ সালের ৩০ জুনের মধ্যে সব ইইউ নাগরিককে নিবন্ধিত হতে হবে বলে জানায় কর্তৃপক্ষ।

Exit mobile version