
পতঙ্গ খেকো(Drosera rotundifolia)উদ্ভিদ ‘সূর্য শিশির’র সন্ধান মিলেছে দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে।
দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ও লেখক মো: দেলওয়ার হোসাইন দীর্ঘ ৬ মাস পর্যবেক্ষণ করার পর এই পতঙ্গ খেকো গাছের সন্ধান পেয়েছেন । গাছটি পোকাকে আকৃষ্ট করে এবং যে কোন পোকা গাছের উপরে বসা মাত্রই গাছটি সেটিকে আটকে ফেলে।
এই উদ্ভিদটি বাংলাদেশে শুধুমাত্র দিনাজপুরেই জন্মায় বলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বায়োলোজি গ্যালারি থেকে জানা গেছে।
সন্ধান পাওয়া এই উদ্ভিদটিকে আরও অধিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে আজ মঙ্গলবার এই উদ্ভিদটি পর্যবেক্ষণ করতে অংশ নেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের এমএসসি শেষ বর্ষ এবং অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply