Site icon Jamuna Television

‘শিগগিরই বিআরটিসিতে ৩শ’ ডাবল ডেকারসহ ছয়শ’ বাস যোগ হবে’

শিগগিরই বিআরটিসিতে ৩শ’ ডাবল ডেকার, ৩শ’ সিঙ্গেল ডেকার ও ৫শ’ ট্রাক যোগ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দুপুরে, রাজধানীর মতিঝিলে বিআরটিসি’র চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা ও মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এসময়, বিআরটিসি স্বয়ংসম্পূর্ণ হবে জানিয়ে, কর্মকর্তাদের আন্তরিক সদিচ্ছা নিয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, এপ্রিলের মধ্যে ১১শ গাড়ি পেয়ে যাবো। সব অন্তরায় দূর করে বিআরটিসিকে লাভজনক করার টার্গেট নিতে হবে। অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিতে হবে। নতুন গাড়ি আসবে, গণপরিবহনের সংকটে জনগনের মধ্যে স্বস্তি আসবে।

Exit mobile version