Site icon Jamuna Television

কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো অবস্থা বিএনপির: ওবায়দুল কাদের

কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো অবস্থা বিএনপির। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি’র চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা ও মতবিনিময় সভায় একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্য শোচনীয় ব্যর্থতায় অসংলগ্ন প্রলাপ। তবে মানুষ হিসেবে তিনি ভালো। তার বক্তব্য আবাসিক প্রতিনিধির মতো না।

ওবায়দুল কাদের আরও বলেন, উপজেলা নির্বাচনে আসা না আসা তাদের ব্যাপার। তবে বিএনপির অবস্থায় আমরা থাকলে নির্বাচনে অংশ নিতাম।

শিগগিরই বিআরটিসিতে ৩শ’ ডাবল ডেকার, ৩শ’ সিঙ্গেল ডেকার ও ৫শ’ ট্রাক যোগ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Exit mobile version