Site icon Jamuna Television

গাজীপুরে পুলিশ পরিচয়ে প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেফতার

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা চক্রের ৩ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১। মহানগরের হাতিয়াব থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস,২টি মোটর সাইকেল,দেশীয় কুড়াল,২টি ছুড়ি উদ্ধার করা হয়।

র‌্যাব-১ পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাজীপুরের বিভিন্নস্থানে নিরীহ মানুষকে গ্রেফতারের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে নিত। তারা সংগঠিত হয়ে মাইক্রোবাস নিয়ে এ কার্যক্রম পরিচালনা করতো। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Exit mobile version