Site icon Jamuna Television

নওগাঁর মান্দায় উদ্ধারকৃত প্রাণিটি নীলগাই

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.

নওগাঁর মান্দায় উদ্ধার হওয়া প্রাণিটি নীলগাই বলে সনাক্ত করেছে বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

রাজশাহী বন্যপ্রাণি ও পরিচর্চা কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধারের পর গাইটিকে নেওয়া হচ্ছে রাজশাহী বন্যপ্রাণি ও পরিচর্চা কেন্দ্রে।

বিকেলে মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসফিকুর রহমান প্রাণিটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন। বন্যপ্রাণি পরিচর্চা কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর কবির গ্রহণ করেন।

জাহাঙ্গীর কবির জানান, উদ্ধার হওয়ার পশুটি নীলগাই। এটি বাংলাদেশ থেকে অনেক দিন আগেই বিলুপ্ত হয়েছে। সম্ভবত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছে। পশুটিকে আপাতত বন বিভাগের হেফাজতে রাখা হবে। প্রাথমিকভাবে পশুটির কিছু ট্রিটমেন্ট দেওয়া হবে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের মধ্য দিয়ে বলা যাবে পশুটিকে কোথায় রাখা হবে।

প্রসঙ্গত, সকালে মান্দা উপজেলার জোত বাজার এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ছোটাছুটি করছিলো প্রাণিটি। দেখতে পেয়ে গ্রামের শতাধিক বাসিন্দা ধাওয়া করে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করে পুলিশ।

Exit mobile version