Site icon Jamuna Television

শেখ হাসিনাকে জার্মানির চ্যান্সেলরের অভিনন্দন বার্তা

টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি ও সফলতা কামনা করেছেন।

গণভববনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে চ্যান্সেলরের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন দেশটির রাষ্ট্রদূত পিটার ফারেনহোলৎজ। এসময়, বাংলাদেশকে ‘বিপুল সম্ভাবনার দেশ’ উল্লেখ আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার দিয়ে ক্ষমতায় এসেছে তা বাস্তবায়নে জার্মানি সহায়তা করবে বলে জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, অনেক খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। সাক্ষাতে, দেশে গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে এগিয়ে যাবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, তৃণমূল পর্যন্ত মানুষের জীবন-মানের উন্নয়ন ঘটানো এই সরকারের প্রধান লক্ষ্য।

Exit mobile version