Site icon Jamuna Television

ইজতেমা নিয়ে আদালতে যাওয়া ‘লজ্জার’: হাইকোর্ট

আল্লাহর পথে গিয়ে তাবলীগ জামাতের লোকেরা সরল ও ঐক্য থাকার বদলে বিবাদ, বিভাজন ও বিশৃঙ্খলা করলে মানুষের কাছে তারা কি ধরনের শান্তির দাওয়াত দিবে? এমন প্রশ্ন করেছেন হাইকোর্ট। নিজেদের মধ্যে মারামারির পর বিশ্ব ইজতেমা পালনে আদালতের নির্দেশনা চেয়ে রিট দায়ের করাকে ‘লজ্জার’ বলে মন্তব্য করেছেন আদালত।

তাবলীগের দুই গ্রুপ আলাদাভাবে শান্তিপূর্ণ করে ইজতেমা আয়োজনের নির্দেশনা দিয়ে জারিকৃত সরকারী পরিপত্রটি স্থগিত আদেশের বিরুদ্ধে এক রিট আবেদন করা হয়। এ রিট আবেদনের শুনানিকালে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মো. নুরুল আমিন। বিশ্ব ইজতেমা নিয়ে ২৩ জানুয়ারি বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি সভার তারিখ নির্ধারণ রয়েছে। সেকারণে মামলাটির পরবর্তী শুনানি ও শুনানি শেষে আদেশের জন্য আগামী ২৭ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন হাইকোর্ট।

Exit mobile version