Site icon Jamuna Television

সুনামগঞ্জে কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

সুনামগঞ্জে ইয়াবা, বিদেশি সিগারেটসহ কয়েক কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

দুপুরে ২৮ ব্যাটালিয়ন চত্বরে এই মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, গেল বছরের ৯ অক্টোবর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত, বিভিন্ন স্থান থেকে প্রায় চার কোটি টাকার মাদক জব্দ করা হয়। এর মধ্যে ২২ হাজার পিস বিদেশি সিগারেটও রয়েছে। চোরাই পথে যারা দেশে বিভিন্ন ব্রান্ডের সিগারেট আনছে, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান ব্যাটালিয়ান অধিনায়ক।

এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেট বিজিবি সেক্টর কমান্ডার পিএসসি কর্নেল মো. শহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদসহ অংশ নেয় আরও অনেকে।

Exit mobile version