Site icon Jamuna Television

ঢাকা সিটি উত্তরের মেয়র নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন দুই সিটির ৩৬টি ওয়ার্ডে ভোট নেয়া হবে।

আজ মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনের সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব আরও জানান, মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি। যাচাই বাছাইয়ের তারিখ ২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি।

এছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নির্বাচনের তফসিল আগামী ৩ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। আর উপজেলা নির্বাচনের তারিখ নির্ধারণে সিদ্ধান্ত হবে ওইদিন।

ইসি সচিব জানিয়েছেন, উপজেলা নির্বাচনের সম্ভাব্য তারিখ ৮ বা ৯ মার্চ।

প্রসঙ্গত, দুই বছর আগে ঢাকা সিটি উত্তরের মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর দুই সিটির কয়েকটি ওয়ার্ডের সীমানা নির্ধারণী নিয়ে জঠিলতার কারণে হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিত ছিল। সম্প্রতি হাইকোর্টে আগের আদেশ স্থগিত করে।

Exit mobile version