Site icon Jamuna Television

পুলিশের ওপর হামলা: ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে আদালতে নেয়া হবে আজ

চাকরি দেয়ার নামে অর্থ আদায় ও পুলিশের ওপর হামলার অভিযোগে পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের আদালতে তোলার কথা রয়েছে।

পুলিশ জানায়, গতকাল বিকেলে পল্টনের একটি বহুতল ভবনে চাকরি প্রার্থীদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন অভিযুক্তরা। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের ওপর হামলা করে মিরনসহ অন্যান্যরা। এতে এসআই কাজী আশরাফুল হক গুরতর আহত হন।

এছাড়াও এক কনস্টেবল ও এক আনসার সদস্য হামলায় আহত হন। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় পল্টন থানায় অর্থ আত্মসাত ও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলা হয়েছে।

Exit mobile version