Site icon Jamuna Television

শিক্ষককে লাঞ্ছিতের জেরে ময়মনসিংহে থানায় হামলা, আহত ১৫

ময়মনসিংহে শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগে কোতয়ালী থানায় হামলা ও ভাঙচুর করেছে সৈয়দ নজরুল ইসলাম কলেজের ছাত্ররা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে সৈয়দ নজরুল ইসলাম কলেজের এক শিক্ষকের সাথে ট্রাফিক পুলিশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঞ্ছিত করা হয় ওই শিক্ষককে। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা থানায় হামলা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও লাঠি চার্জ করে পুলিশ। এতে পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

Exit mobile version