Site icon Jamuna Television

বসলো পদ্মা সেতুর ৭ম স্প্যান

শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হচ্ছে পদ্মা সেতুর সপ্তম স্প্যান। প্রায় তিন হাজার টন ওজনের সুপার স্ট্রাকচারটি ভাসমান ক্রেনে মাওয়া থেকে আনা হয় মঙ্গলবার সন্ধ্যায়।

আজ বুধবার সকালে ৩৭ ও ৩৬ নম্বর পিলারের ওপর বসানো হয় দেড়শ’ মিটার দীর্ঘ ধূসর বর্ণের স্টিল কাঠামোটি। তবে ঝালাই দিয়ে স্প্যান বসানোর পুরো কার্যক্রম শেষ করতে সময় লাগবে আরো কয়েকদিন।

এর আগে চলতি মাসের ১৫ তারিখে স্প্যানটি বসানোর কথা ছিল। কিন্তু নাব্য সংকটে তা মাওয়া থেকে আনা সম্ভব হয়নি। পরে টানা কয়েকদিন চ্যানেল ড্রেজিং করা হয়। তারপর মঙ্গলবার মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে কাঠামোটি আনা হয় জাজিরা প্রান্তে।

এর আগে জাজিরা প্রান্তে ৫টি ও মাওয়া প্রান্তে একটি স্প্যান বসানো হয়েছিলো।

Exit mobile version