Site icon Jamuna Television

মাছের ঘেরে যুবকের গলাকাটা লাশ

সাতক্ষীরায় মাছের ঘের থেকে আলী হোসেন (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কেওরাতলা ঘের থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত যুবক আলী হোসেন সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, আলী হোসেন দিন মজুরের কাজ করতো। মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল। এ নিয়ে তার পরিবার থানায় জিডি ও করেছিল। বুধবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতল মর্গে পাঠিয়েছে।

নিহতের ভাই সখিপুর ইউপি সদস্য আকবর আলী জানান, তার ভাবীর (আলী হোসেনের স্ত্রী) সাথে স্থানীয় জাকিরের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে শালিস বৈঠক ও হয়েছিল। এর জের ধরে আলী হোসেনকে হত্যা করা হতে পারে বলে পরিবারের ধারণা।

Exit mobile version