Site icon Jamuna Television

তাবলীগের দু’পক্ষে সমঝোতা, ফেব্রুয়ারিতে ইজতেমায় থাকবেন না মাওলানা সাদ

তাবলীগ জামাতের বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রীর সাথে দুইপক্ষের বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান।

মন্ত্রী আরও জানান, সমঝোতার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছেন। এবং ইজতেমায় ভারতের বিতর্কিত মাওলানা সাদ অংশ নেবেন না।

মাওলানা সাদের পক্ষে-বিপক্ষে তাবলীগের দুটি গ্রুপ তৈরি হয়েছে। ইসলাম ধর্মীয় কিছু বিষয়ে তার বিতর্কিত ফতোয়ার প্রেক্ষিতে কয়েক বছর ধরে তাকে নিয়ে সংগঠনটিতে অস্থিরতা চলছিলো। টঙ্গীর ইজতেমা ময়দানে এ নিয়ে গত ডিসেম্বরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

এরপর সরকারের মধ্যস্থতায় গত দুই মাস ধরে একাধিক সমঝোতা বৈঠক হয়।

Exit mobile version