Site icon Jamuna Television

চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্তে ৬টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তবর্তী এলাকা থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি)। বুধবার সকাল সাড়ে ১২ টার দিকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল ওই সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যরা এক যুবককে সন্দেহ হলে ধাওয়া করে। সন্দেহভাজন ও যুবক বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্তের ৮০নং মেইন পিলারের কাছে কাগজ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ফেলে পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদী সাঁতরিয়ে পালিয়ে যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, পরে উদ্ধার হওয়া প্যাকেটটি সাংবাদিকদের উপস্থিতিতে খুলে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৭শ’গ্রাম। মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা।

Exit mobile version