Site icon Jamuna Television

ডেমরায় দুই শিশুহত্যা: একজনকে ধর্ষণের আলামত মিলেছে ময়নাতদন্তে

রাজধানীর ডেমরায় দুই শিশু ফারিয়া আক্তার দোলা ও নুসরাত জাহানকে শ্বাসরোধে হত্যার আগে একজনকে ধর্ষণ করা হয়েছিল। এমন আলামত পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। শনিবার পুলিশের কাছে এই রিপোর্ট জমা দিয়েছেন তারা।

অন্যদিকে, নৃশংস এই ঘটনার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার এলাকাবাসীও। নাজমুল সাঈদ এর রিপোর্ট।

গত ৭ জানুয়ারি নিখোঁজের কয়েক ঘণ্টা পর ডেমরার কোনাপাড়ার একটি ভবনের নিচতলা থেকে শিশু ফারিয়া আক্তার দৌলা ও নুসরাত জাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধর্ষণের জন্যই প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যায় ভাড়াটিয়া গোলাম মোস্তফা। পরে সহযোগী আজিজুলকে সাথে নিয়ে দুই শিশুকে শারীরিক নির্যাতন করা হয়। এসময় চিৎকার করলে শ্বাসরোধ করে হত্যা করা হয় ফারিয়া ও নুসরাতকে। দুই পাষণ্ড লাশ দুটি গুমের চেষ্টা করে।

ঘটনার তেরদিন পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টে বলা হয়, দুই শিশুকে হত্যার আগে একজনকে ধর্ষণ করা হয়। ধর্ষণের চেষ্টা করা হয়েছিলো অপর শিশুকেও। ময়নাতদন্তকারী চিকিৎসক এসএম নওশাদ মাহমুদ যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে হত্যাকাণ্ডে জড়িত দুই আসামী গোলাম মাওলা ও আজিজুলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

Exit mobile version