Site icon Jamuna Television

পটুয়াখালী পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি
অবশেষে পটুয়াখালী পৌরসভার নির্বাচনের অচলাবস্থা কেটে গেছে। ঘোষণা করা হয়েছে তফসিল। গতকাল মঙ্গলবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌরসভার মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা করায় পৌরবাসীরা একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। মিছিল থেকে প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানিয়ে শ্লোগান দেয়।

দীর্ঘ ২ বছর নির্বাচিত মেয়র না থাকায় নাগরিক সেবা নিয়ে পৌরবাসীর ভোগান্তি চরমে উঠে। উল্লেখ্য, সবশেষ ২০১১ সালের ১৩ জানুয়ারি পটুয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে মেয়াদ পূর্তি হলেও সীমানা নিয়ে জটিলতায় আটকে যায় নির্বাচন।

Exit mobile version