Site icon Jamuna Television

সিরিয়া ইস্যুতে এরদোগান-পুতিনের বিশেষ বৈঠক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হওয়ার জন্য মস্কো সফরে গিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এ খবর জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ও আনাদলু নিউজ।

রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিতব্য বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোর পাশাপশি বিশেষ করে সিরিয়া ইস্যু বিশেষ স্থান পাবে। এছাড়াও তুরস্ক-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও বিশদ আলোচনা হতে পারে।

এ দুই বিশ্বনেতার বৈঠকে সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

আনাদলু নিউজ জানায়, তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে বিশেষ একটি বিমানে তুরস্ক ত্যাগ করেন তিনি। প্রেসিডেন্ট এরদোগানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসুগলু, জ্বালানী ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতিহ ডনমেজ, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার,কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি ও গোয়েন্দা প্রধান হাকান ফিদান, প্রেসিডেন্টের মুখপত্র ইবরাহীম কালিন এবং প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডাইরেক্টর ফাহরেত্তিন আলতুন।

Exit mobile version