Site icon Jamuna Television

আসামি ধরতে গিয়ে অন্তঃসত্ত্বা নারীকে মারধর পুলিশের, আদালতে মামলা

আসামি ধরতে গিয়ে ভাঙচুর ও অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগে মেহেরপুর সদর থানার এসআইসহ আরও দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসআই লস্কর লাজুল ইসলাম জিয়াকে প্রধান আসামি করে আরও দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী এক নারী।

মামলার অভিযোগ করা হয়, সদরের দিঘীরপাড়ায় বাকের আলী নামে এক আসামি ধরতে যান এসআই লাজুলসহ আরও দুই পুলিশ সদস্য। এসময় বাড়িতে তাকে না পেয়ে ভাঙচুর চালায় তারা। বাকের আলীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। পরে অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয় জেনারেল হাসপাতালে।

মামলার পর ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়।

Exit mobile version