Site icon Jamuna Television

মিটার টেম্পারিং বন্ধে প্রযুক্তি ব্যবহারের নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

মিটার টেম্পারিং বন্ধে প্রযুক্তির ব্যবহার, ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা, পানি সরবরাহও ও বিল সঠিকভাবে দিতে ওয়াসাকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো:তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সকালে ওয়াসা কার্যালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তাজুল ইসলাম।

এসময় মন্ত্রী ওয়াসার চেয়ারম্যান ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ওয়াসার বিরুদ্ধে ত্রুটি বিচ্যুতির খবর প্রায়ই আসে। সবাই মিলে কাজ করে সে সমস্যা সমাধান করতে হবে।

ওয়াসা চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, অতিত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। তবে চাই আপনার ঠিক হোন। অতিতের মত চললে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন মন্ত্রী।

ওয়াসার অনেক কর্মকর্তা কর্মচারির বেতনের তুলনায় সম্পদের পরিমাণ বেশি জানিয়ে মন্ত্রী বলেন, কাউকে তিনি ভয় করেন না। লক্ষ্য অর্জনে কাজ করতে হবে সবাইকে।

Exit mobile version