Site icon Jamuna Television

মাদারীপুরের রাজৈরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য যুধিষ্ঠির বসুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে পুকুর সংলগ্ন রাস্তার পাশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, যুধিষ্টির বসু বুধবার বিকেলে পার্শ্ববর্তী দীঘির পাড় গ্রাম থেকে ধর্মীয় কবি গান শুনে রাতে বাড়ি ফিরে রাতের খাবার খান। তারপর বাড়ীর পাশে মুরগীর খামার দেখতে যান। এসময় ঘরের সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।
বৃহস্পতিবার ভোর রাতে ঘুম ভেঙ্গে গেলে স্বামীকে ঘরে না পেয়ে খোজাখুজি শুরু করে স্ত্রী ইতি বসু ।

এসময় স্থানীয়রা রাস্তার পাশে তার লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা জমিজমা সক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান,‘ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Exit mobile version