Site icon Jamuna Television

অদূরদর্শিতার কারণেই বিএনপির ভরাডুবি হয়েছে: হানিফ

বিএনপির অদূরদর্শিতার কারণেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংসদ নির্বাচন ও জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এ নির্বাচনে ঐক্যফ্রন্টের ভরাডুবির কারণ তাদের নিজেদেরই খুজে বের করতে হবে। কিন্তু বিএনপি সেটা না করে অন্যের ওপর দোষারোপ করছে বলে অভিযোগ করেন।

হানিফ বলেন, নির্বাচনে হেরে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে; তারা কোথায় কি বলছে তার ঠিক নেই।

তিনি আরো বলেন, নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয় দেশের মানুষের মাঝে প্রত্যাশা এনে দিয়েছে। আর মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানান হানিফ।

Exit mobile version