Site icon Jamuna Television

গাজীপুর কালিয়াকৈরে ৯০০পিস ইয়াবাসহ দুজন আটক

গাজীপুর প্রতিনিধি:

৯০০ পিস ইয়াবাসহ কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকা থেকে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে কালিয়াকৈর থানা পুলিশ। বুধবার রাতে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের মাদকদ্রব্য মামলা দিয়ে গাজীপুর জেলহাজতে প্রেরন করেন।

আটককৃতরা হলেন, সাউদাঘর গ্রামের নীলফামারী উপজেলার মৃত, এনামুল কুদ্দুসের ছেলে মোঃ শরীয়তপুর উপজেলার চরকাশাবুব গ্রামের মৃত, আলাবক্স সিকাদারের ছেলে আবুল আলিম।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সিনাবহ এলাকায় ইয়াবা বিক্রি করার সময় তিতুমীর ইসলাম ও আবুল আলিমকে হাতে-নাতে ধরে ফেলে পুলিশ, পরে তাদের দেহ তল্লাশী করে ৯০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমুলক কাজের সাথে জড়িত রয়েছে জানা যায়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, বুধবার রাতে আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করতে গিয়ে ৯০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করি। পরে মাদকদ্রব্য মামলায় আজ দুপুরে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version