Site icon Jamuna Television

আবারও পিছিয়েছে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি

আবারও পিছিয়েছে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি। প্রয়োজনীয় কাগজপত্র হাতে না পেলে শুনানি করা সম্ভব নয় বলে জানান আসামীপক্ষের আইনজীবীরা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে ৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানীর দিন ধার্য করেন আদালত।

দুপুর সাড়ে বারোটায় বকশিবাজার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত ৩ এ হাজির করা হয় প্রধান অভিযুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এসময় তিনি এজলাশে অপ্রতুল জায়গার জন্য উষ্মা প্রকাশ করেন। এনিয়ে দুপক্ষের আইনজীবীর মধ্যে তুমুল হট্টগোলের সুষ্টি হয়। পরবর্তী শুনানির দিন বিষয়টি সমাধানের আশ্বাস দেন বিচারক।

এদিকে, শুনানীতে উপস্থিত না থাকায় সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী কে এম মোশারফ হোসেন ও ইসমাইল হোসেন সাইমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

Exit mobile version