Site icon Jamuna Television

দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার আহ্বান গণপূর্ত মন্ত্রীর

দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম।

আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি সবাইকে অনুসরণ করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দল, মত নির্বিশেষে সবাইকে একসাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী না হয়ে আরও সচেতন হওয়ারও পরামর্শ দেন মন্ত্রী।

সভায় জেলা প্রশাসকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Exit mobile version