Site icon Jamuna Television

বিদেশি ঋণের টাকায় করা হচ্ছে মেগা প্রকল্পের কাজ: পরিকল্পনা মন্ত্রী

দেশে যে কটি মেগা প্রকল্পের কাজ চলছে, তা কোন অনুদান বা উপহারে নয়, বিদেশি ঋণের টাকায় করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন মন্ত্রী।

তিনি আরও জানান, শুধু পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করা হচ্ছে। বাকী প্রকল্পের জন্য যে অর্থ নেয়া হচ্ছে তা ৪০ থেকে ৫০ বছরের মধ্যে সুদসহ পরিশোধ করতে হবে। এসময় মাতারবাড়ি প্রকল্পে জাপানের অর্থায়নসহ বিভিন্ন প্রকল্পে ঋণ নেয়ার কথাও তুলে ধরেন তিনি।

Exit mobile version