Site icon Jamuna Television

ঘুষ দিতে গিয়ে আটক নীলফামারি জেলা আনসার কমান্ডেন্ট

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন নীলফামারি জেলা আনসার কমান্ডেন্ট আশিকুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে দুদক কার্যালয়ে হাতেনাতে ১ লাখ টাকাসহ আটক করা হয় তাকে।

দুদক কর্মকর্তারা জানান, আশিকুর আগে বান্দরবানে ১৭ নম্বর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন। তখন একটি দরপত্রে অনিয়মের অভিযোগ ওঠায় তার অনুসন্ধান করছিলেন দুদকের উপ সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী। ওই অভিযোগ থেকে বাঁচতে তিনি এক লাখ টাকা ঘুষ দিতে গিয়ে আটক হন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান দুদক কর্মকর্তারা।

Exit mobile version